আসন্ন ২০২৬ গঙ্গাসাগর মেলা আর কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হবে তার আগেই গঙ্গাসাগর মেলায় কপিলমুনি মন্দিরের লাইট লাগানো থেকে শুরু করে কপিলমনি মন্দির থেকে সন্দেহ সৈকতের যে সরগম রাস্তা এই রাস্তায় বিভিন্ন ধরনের রংবেরঙের রঙের কাজ করতে বা রঙের প্রতিফলন তুলে ধরতে ব্যস্ত ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন এমনকি জি বি ডি এর পক্ষ থেকেও রংবেরঙের রাস্তায় রং করতেও ব্যস্ত।।