উলুবেড়িয়া ১: উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনি অনুষ্ঠান
উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃনমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো গড়চুমুক পর্যটন কেন্দ্র ৫৮গেটের অদুরে। বৃহস্পতিবার বিকেলে 4 টে নাগাদ উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের ১৩টি অঞ্চলের প্রধান, উপপ্রধান, জনপ্রতিনিধি,দলীয় অঞ্চল সভাপতি, বিভিন্ন শাখা সংগঠন মহিলা,যুব, শ্রমিক সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতারা ও দলীয় কর্মীদের নিয়ে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো।