পুরুলিয়া ২: মফস্বল থানার শিবডি গ্রামে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, ময়না তদন্তে দেহ আনা হলো হাতুয়াড়া মর্গে
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল পুরুলিয়া মফস্বল থানার শিবডি গ্রামে । মুকেশ দুবে নামে ওই যুবককে গতকাল রাতে বাড়িতে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করা হয়। আজকে দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়াড়া মর্গে নিয়ে আসা হয় ।