খয়রাশোল: নারায়ণ-শিব-মহামায়ার পুনঃপ্রতিষ্ঠায় নাকড়াকোন্দায় উৎসবের আবহ
লোকপুর থানার নাকড়াকোন্দায় মহামায়া, নারায়ণ ও শিব মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত হলো বর্ণাঢ্য অনুষ্ঠান। পুনঃপ্রতিষ্ঠার প্রাক্কালে মহিলাদের ঢাকবাদ্য, খোল-করতাল সহযোগে তারকব্রহ্ম নাম সংকীর্তনের মধ্য দিয়ে বের হয় এক বর্ণাঢ্য কলসযাত্রা। দিনভর চলা এই পূণ্যঘটনার সূচনায় স্থানীয় বিশিষ্টজনদের বরণ করা হয় এবং বস্ত্র বিতরণী অনুষ্ঠানও সম্পন্ন হয়। গ্রামবাসীর অংশগ্রহণে সমগ্র পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।