শান্তিপুর: নকল নথি দেখিয়ে নকল দাবাড়ু পরিচয় দিয়ে সাংসদের কাছ থেকে টাকা আদায় করতে এসে শান্তিপুর পুলিশ এর হাতে আটক এক প্রতারক
নকল নথি দেখিয়ে নিজেকে নকল দাবাড়ু পরিচয় দিয়ে সাংসদের কাছ থেকে টাকা আদায় করতে এসে পুলিশ এর হাতে আটক এক প্রতারক। সূত্রের খবর,নবমীর দুপুরে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে এক ব্যক্তি নিজেকে দাবাড়ু পরিচয় দিয়ে আর্থিক সাহায্য নিতে আসে। অভিযোগ, এর আগেও দুই বার ওই ব্যক্তি সাংসদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে গেছে। কিন্তু এদিন সাংসদের সন্দেহ হওয়ায় তিনি সমস্ত নথি খতিয়ে দেখলে দেখা যায় ওই ব্যক্তি আসলে দাবাড়ু নয়, এক জন জুয়াড়ি।