কাঁথি ১: সুবর্ণদিঘী এলাকায় দীঘাগামী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ,আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি ১,ঘটনাস্থলে পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার ১১৬ বি জাতীয় সড়কের দীঘা গামী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ আশঙ্কা জনক অবস্থায় বাইক আরোহীকে ভর্তি করা হলো হসপিটালে | জানা গিয়েছে কাঁথির মহিষাগোট ও পিছাবনী বাসস্ট্যান্ডের মাঝে সুবর্ণ দীঘি পেট্রোল পাম্পের কাছে দীঘাগামি একটি যাত্রী বোঝাই বাস বিপরীত দিক থেকে আসা একটি বাইক আরোহীকে সজরে ধাক্কা মারে ঘটনাস্থালে বাইক পড়ে গিয়ে গুরুতর মাথায় আঘাত লাগে |ঘটনার খবর পেয়ে বাইক আরোহী কে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে পাঠিয়েছে।