২৫ বছরে ধরে মুদ্রা সংগ্রহ করেন পান্ডুয়ার ভূগোলের শিক্ষক ভাস্কর, রয়েছে প্রাচীন রাম সীতার মুদ্রা। আজ মঙ্গলবার বৈকাল পাঁচটা নাগাদ এমনই ছবি হুগলির পাণ্ডুয়ায়। বজ্রপাত থেকে মানুষের প্রাণ বাঁচাতে যিনি তালগাছ বসান, সেই শিক্ষক বিদেশি মুদ্রা সংগ্রহ করেন। পান্ডুয়ার রানাগড় উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক ভাস্কর মন্ডল। তিনি নিজের পেশা সামলে নেশা পূরণ করছেন। নিজের ইচ্ছের জোরে ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের প্রায় শতাধিক পুরানো দিনের মুদ্রা সংগ্রহ,,