কালচিনি: রবিবার ষষ্ঠীর দিন উদ্বোধন হল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের হামরো সংঘের দুর্গাপুজোর
রবিবার ষষ্ঠীর দিন উদ্বোধন হল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের হামরো সংঘের দুর্গাপুজোর। এবছরের তাদের থিম ইচ্ছেডানা।মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে পাখি তথা পরিবেশকে সংরক্ষণের বার্তা তুলে ধরা হয়েছে। যা দুর্গা প্রতিমাতেও ফুটিয়ে তোলা হয়েছে।উদ্বোধনের পাশাপাশি, এদিন পুজো কমিটির তরফে কয়েকশো দুঃস্থদের বস্ত্রও বিতরণ করা হয়।