পুরুলিয়া ২: রাত পোহালেই পুরুলিয়ার ঐতিহ্যবাহী উৎসব ভাদুর জাগরণ, শেষ লগ্নে গোলকুন্ডাতে ভাদু মূর্তি কেনাবেচা চলল জোর কদমে
আগামীকাল পুরুলিয়ার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব বা পরব ভাদুর জাগরণ । তাই আজ শেষ লগ্নে সারাদিন পেরিয়ে রাত পর্যন্ত চোর কদমে ভাদু মূর্তি কেনাবেচার পর্ব করলো পুরুলিয়া মফস্বল থানার গোলকুন্ডা গ্রামে । এই গ্রামের মৃৎশিল্পীদের ঘরে ঘরে আজ পর্যন্ত ছিল ক্রেতাদের ভিড় এবং বিক্রেতাদের মধ্যে চরম ব্যস্ততা ।