আমতা ২: মহিষামুড়ি নেতাজি সংঘের ২৩ তম বর্ষের শ্যামাপূজা উপলক্ষে অন্নফুট উৎসব উপস্থিত বিধায়ক
Amta 2, Howrah | Oct 21, 2025 হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহিষামুড়ি নেতাজি সংঘের ২৩ তম বর্ষের শ্যামা কালী পূজা উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হলো অন্নকূট উৎসব। মঙ্গলবার এই অন্নকূট উৎসবে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল মহাশয় তিনি এই অন্নকুট উৎসবে নিজের হাতে মায়ের ভোগ পরিবেশন করলেন মঙ্গলবার আনুমানিক দুপুর দুটো নাগাদ