রাজগঞ্জ: মিডডে মিলের লোভে টন্ডু ৩ নং প্রাইস্কুলে ভাঙ্গচুর চালালো বুনো হাতি, এলাকায় আতঙ্ক
মিডডে মিলের লোভে শুক্রবার গভির রাতে ফের হাতি ভাঙ্গচুর চালালো বামনডাঙ্গা চা বাগানের টন্ডু টিজি থ্রি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমে । ভাঙচুর চালায় মিড ডে মিলের রান্নাঘরেও। এই নিয়ে গত এ বছরে সেখানে ৫ বার হাতির হামলার ঘটনা ঘটলো। বর্তমানে পুজোর ছুটির জন্য বন্ধ থাকলেও খোলার পর কিভাবে পঠনপাঠন ও অন্যান্য প্রশাষনিক কাজ চলবে তা ভেবে কোন কূলকিনারা পাচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।