পাড়া: আনাড়া আদি দূর্গা পূজা এবছর ৯৮ বছরে পদার্পণ করলো, পরিদর্শন করলেন জেলা পরিষদের সহ সভাধিপতি
Para, Purulia | Sep 29, 2025 পাড়া থানার আনাড়া আদি দূর্গা পূজা এবছর ৯৮ বছরে পদার্পণ করলো। এটি আনাড়া এলাকার একটি প্রাচীন দূর্গা পূজা। প্রতি বছরের মতো এবারও বিশাল জাঁকজমক সহকারে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। রঙিন আলোক সজ্জায় মুড়ে ফেলা হয়েছে মন্ডপ চত্ত্বরটি। মূর্তি তে রয়েছে সাবেকি আনার ছোয়া। প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে রয়েছে পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য ও নাচ গান ইত্যাদি। সোমবার মহা সপ্তমীর দিন রাত আটটা নাগাদ পূজো পরিদর্শনে এলেন জেলা পরিষদের স