সন্দেশখালি ১: সেহেরা এলাকা থেকে এক গাড়ি চালককে আটক করল ন্যাজাট থানার পুলিশ
সেহেরা এলাকা থেকে বুধবার বিকেল পাঁচটা নাগাদ এক গাড়ি চালককে আটক করল ন্যাজাট থানার পুলিশ গত শুক্রবার সন্দেশখালি এক নম্বর ব্লকের অন্তর্গত চেহেরা এলাকায় এক পথ দুর্ঘটনায় আহত হয় এক সাইকেল চালক ও এক আরোহী। ওই সাইকেল চালকের অভিযোগ ওই দিন তিনি যখন তার ভাইপোকে নিয়ে সাইকেলে করে বাজারে যাচ্ছিল তখন পেছনদিক থেকে ওই এলাকার তুষার সরদার নামে এক মোটর বাইক চালক তাকে ধাক্কা মারে। ঘটনায় সাইকেল চালক ও আরোহী দুজনে গুরুতর আহত হয়। সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে তুষার সর্দার