শান্তিরবাজার: বাগানটিলা এলাকায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যোগদান সভা
করবুক বিধানসভার বিজেপি মন্ডলের উদ্যোগে শিলাছড়ি, বাগান টিলা এলাকায় অনুষ্ঠিত হয়এক যোগদান সভা। এই সভায় সিপিআইএম দল ত্যাগ করে ১৮ পরিবারের ৬৫ ভোটার বিজেপি দলে যোগদান করে ১৫ ই সেপ্টেম্বর বিকাল ৩:০০ টা নাগাদ। সিপিআইএম দল ত্যাগ করে আসা বিজেপি দলে যোগদান করা ভোটারদের বিজেপি দলে বরণ করে নেয় ভারতীয় জনতা পার্টির উপস্থিত নেতৃত্বরা