বারাসাত ১: মাইকেল নগর নেতাজি সংঘ ৫৮ তম বর্ষে পদার্পণ করল এ বছর তাদের কালীপুজো
মাইকেল নগর নেতাজি সংঘ ৫৮ তম বর্ষে পদার্পণ করল এ বছর তাদের কালীপুজো প্রতিবছরের মতন এবছরও আকর্ষণীয় থিম তৈরি করেছে মধ্যমগ্রাম মাইকেল নগর নেতাজী সংঘের পূজো কমিটির সদস্য। এই থিম দেখতে দর্শনার্থীদের ভিড় মণ্ডপে উপচে পড়বে এমনটাই আশা করছেন পূজা কমিটির সদস্যরা। আজ বিকেল পাঁচটা ৩০ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাইকেল নগর নেতাজি সংঘের পুজো কমিটির সদস্যরা কি বললেন এই থিম নিয়ে শুনুন।