খড়গ্রাম: রাতের অন্ধকারে বড়ঞা থেকে খড়গ্রামে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র সহ পুলিশের জালে তিনজন
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার আগে মুর্শিদাবদের খড়গ্রাম থানার পুলিশের জালে তিনজন। পুলিশ জানিয়েছেন ধৃতদের নাম রফিকুল মল্লিক, রাহুল মল্লিক, হাসিবুল মল্লিক। তাঁদের সকলের বাড়ি বড়ঞা থানার ঝিকোরহাটি গ্রামে। রবিবার দুপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবর পাওয়ার পর শনিবার রাতেই খড়গ্রাম থানার শিমুলিয়াপাড়া সাঁকো মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে সন্দেহভাজক তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়।