আড়শা ব্লকের বড়াম ঠাকুর সীমা শিব মন্দির প্রাঙ্গণে শনিবার এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। ধর্মীয় আলোচনা সভায় শিব চর্চা আয়োজিত হয় উপস্থিত ভক্তবৃন্দ শিবচর্যায় অংশগ্রহণ করে বিভিন্ন এলাকা থেকে।
আড়শা: বড়াম ঠাকুর সীমা শিব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা আয়োজিত। - Arsha News