বাসন্তী: সোনাখালী চৌমাথার জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ,ব্যস্ত প্রতিমা শিল্পীরা।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার অন্তর্গত সোনাখালী চৌমাথার এলাকায় জোর কদমে চলছে প্রতিমার কাজ প্রতিমা শিল্পীরা ঠিক দাম পাচ্ছেন না।বিগত বছর থেকে ২০২৫ সালে শ্যামা পূজার প্রতিমার মূর্তির দাম ঠিকমতো পাচ্ছেন না পোটো দার রা বাজারে বেড়েছে জিনিসের দাম কিন্তু দাম পাচ্ছেন না শিল্পী নানা দিকে শিল্পির সংখ্যা বেড়েছে কিন্তু শিল্পীর দাম না পাওয়ায় সল্প দামে কাজ করে সংসার চালাচ্ছে অনেকেই রবিবার ৫ নাগাদ পাবলিক অ্যাপ ক্যামেরায় মুখো মুখি হয়ে কি বললেন শুনুন