শীতলকুচি: পূর্ব শীতলকুচি এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য , ঘটনাস্থলে পুলিশ
বুধবার শীতলকুচি ব্লকের শীতলকুচি অঞ্চলের অন্তর্গত পূর্ব শীতলকুচি রথেরডাঙ্গা মোড় এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। জানা যায় হ্যাজেন বর্মন নামে এক ব্যক্তি তার নিজের শোয়ার ঘরে গলায় গামছা পেয়েছিস ঝুলে পড়ে। আজ সকালে পরিবারের লোকেরা দেখতে পায় ব্যক্তি তার নিজের শোয়ার ঘরে ঝুলে রয়েছে। তখন পরিবারে লোকেরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।