বর্ধমান ১: মহালয়ার দিন ভোরে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক শক্তিগড় থানার বড়শুলের ঘটনা
মহালয়ার দিন ভোরে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক শক্তিগড় থানার বড়শুলের ঘটনা। মৃত যুবকের নাম জিৎ কর্মকার (২১) বড়শুলে তার বাড়ি। মহালয়ার ভোরে বাড়ির পাশে প্রতিবেশীরা প্রথম তার ঝুলন্ত দেহ দেখতে পায়। একতলা বাড়ির ছাদের পিলারের রডের সঙ্গে কাপড়ের ফাঁস গলায় লাগিয়ে সেই ঝুলতে থাকে প্রতিবেশীরা দেখতে পেয়ে তৎক্ষণাৎ পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে ছুটে আসে শক্তিগড় থানার পুলিশ। এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।