জামালপুর: এসআইআর আতঙ্কে মৃত্যু, জামালপুরে পরিবারের সাথে দেখা করতে এলেন মন্ত্রী ও জেলা সভাপতি
এস আই আর আতঙ্কে জামালপুরের এক বাসিন্দার মৃত্যু হয় বলে জামালপুরের এক পরিবারের দাবী। পরিবার সূত্রে জানা গেছে তামিলনাড়ুতে ধানরোয়ার কাজে গেছিলেন জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম উড়িষ্যা পাড়ের বাসিন্দা বিমল সাঁতরা । বাংলায় এস আই আর লাগু হওয়ার পরই শুরু হয় চিন্তা, সব কাগজপত্র ঠিক আছে কিনা কিভাবে বাড়ি ফিরবেন, অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়ে যায়।