আজ থেকেই শুরু হয়েছে এস আই আর এর প্রথম পর্যায়ের প্রক্রিয়া। আর আজ থেকেই শুরু হলো দাসপুরে তৃণমূলের এস আই আর সহায়তা শিবির। আজ মঙ্গলবার উদ্বোধন হলো তৃণমূল কংগ্রেসের বাংলার ভোট রক্ষা শিবির বা এসআইআরের সহায়তা শিবির দাসপুরে। দাসপুর ১ নম্বর ব্লকে এই শিবির থেকেই নানা সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ এই শিবিরের ফিতা কেটে উদ্বোধন করেন তৃণমূল নেতৃত্বরা।