পটাশপুর ২: পেটুয়াঘাট মৎস্য বন্দর কেন্দ্রে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ চালতি গ্রামের মৎস্যজীবী,খুনের অভিযোগ পরিবারের,তদন্তে পুলিশ
কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দর কেন্দ্রে টলার থেকে পড়ে গিয়ে চালতি গ্রামের মৎস্যজীবী মনসুর নিখোঁজ হয়ে যায় গত একুশে অক্টোবর থেকে |দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও তার খোঁজ মেলেনি |কোস্টাল জুনপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে |পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে |পরিবারের অভিযোগ ট্রলারের মালিক বকেয়া পেমেন্ট না দেওয়ায় মনসুর কাজে যেতে চাইনি |কারন পেমেন্ট মিটিয়ে দেওয়ার আশ্বাসে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে মনসুর নিখোঁজ |