ভগবানপুর ২: শুভেন্দুর জেলার ফের BJP ছেড়ে তৃণমূলে যোগ,আজ পূর্ব চড়ায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সভাধিপতি উত্তম বারিক
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর জেলার এগরা,নন্দীগ্রাম,ভগবানপুরের পর আবার খেজুরী-১ব্লকের পূর্ব চড়ায় একাধিক নেতা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হতে আজ BJP ছেড়ে তৃণমূলকংগ্রেসের পতাকা ধরলো।তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ কান্তি পণ্ডা,সাংগঠনিক জেলার যুব সভাপতি জনাব জালাল উদ্দিন খান সহ অন্যান্য নেতৃত্ব গন