কাটোয়া ১: দাঁইহাটে নাকাতল্লাশির সময় সিভিক ভলেন্টিয়ারকে ব্যাপক মারধর, গ্রেফতার ৪
দাঁইহাটে নাকাতল্লাশির সময় সিভিক ভলেন্টিয়ারের উপর হামলা, গ্রেফতার চার মঙ্গলবার গভীর রাতে কাটোয়া মহকুমার দাঁইহাট থানার বেড়ার মোড়ে নাকাতল্লাশির সময় চার যুবকের হামলায় গুরুতর জখম হন এক সিভিক ভলেন্টিয়ার। আহত সিভিকের নাম শঙ্কর মন্ডল, তিনি দাঁইহাট থানায় কর্মরত। কর্তব্যরত অবস্থায় একটি ভ্যান চেক করতে গেলে মদ্যপ অবস্থায় থাকা চার যুবক তার উপর চড়াও হয় এবং মারধর করে। হামলায় শঙ্কর মন্ডলের মুখ ও মাথায় আঘাত লাগে।