বর্ধমান ১: পরিবহন দপ্তরের অফিসার সেজে টাকা তোলার অভিযোগে গ্রেফতার বর্ধমানে দুই অভিযুক্ত
পরিবহন দপ্তরের অফিসার সেজে টাকা তোলার অভিযোগে গ্রেফতার বর্ধমানে দুই অভিযুক্ত। বর্ধমান শহরের তেলিপুকুর এলাকা থেকে গ্রেফতার। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত মাছখান্ডার বাসিন্দা সুমন হাজরা এবং তেলিপুকুর এর বাসিন্দা সঞ্জীব সামন্ত। ধৃতদের বৃহস্পতিবার দুপুর দুটোয় বর্ধমান আদালতে জেলা আদালতে তোলে বর্ধমান থানার পুলিশ। পুলক সূত্রে জানা গেছে পরিবহন দপ্তরের অফিসার পরিচয় দিয়ে তারা টাকা তুলতো বিভিন্ন গাড়ি থেকে ।