পুরুলিয়া ২: কালা জাদু বিরোধী আইনের দাবিতে পুরুলিয়া শহরের কোট চত্বরে সভা করল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি
অলৌকিক শক্তিধারীদের বুজরুকি নিষিদ্ধকরণ আইন চাই তথা ব্ল্যাক ম্যাজিক বিরোধী আইন চাই এই দাবিতে আজ পুরুলিয়া শহরের কোট চত্বরে একটি সভা অনুষ্ঠিত করল বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি। এই সভার মধ্য দিয়ে বিভিন্ন মানুষের কাছে তারা প্রচার পত্র বিলি করেন।