রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জেলার প্রতিটি ব্লকে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন আজ অর্থাৎ বৃহস্পতিবার।একই সাথে বীরভূমের লাভপুর ব্লকের মোট ৪৭ টি রাস্তার শিলান্যাস করা হয় এদিন।লাভপুর পঞ্চায়েত সমিতি, বীরভূম জেলা পরিষদ ও WBSRDA এই তিনটি দপ্তরের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের কাজ গুলি সম্পূর্ণ করবে। মুখ্যমন্ত্রীর শিলান্যাসের পরেই লাভপুরের চৌহাট্টা মহোদরী দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের তাঁতিনাপাড়ায়।