বিজেপি বিধায়ক অসীম সরকারের ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নিয়ে কুরুচিকরকর মন্তব্যের প্রতিবাদে CPIM এর করিমপুর ২ নম্বর ব্লকের ধোড়াদহ ২ নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে দোগাছি সবজি হাটে একটি প্রতিবাদী পথসভা করা হলো মঙ্গলবার। এই পথসভায় উপস্থিত ছিলেন কমরেড সাইফুর রহমান, পঞ্চায়েত সদস্য পিয়ারুল মন্ডল, যুব জেলা নেতৃত্ব কমরেড সঞ্জীব শেখ, কমরেড জহির উদ্দিন।