কালনা ১: কালনার বিদ্যাবাগিস পাড়া এলাকায় সমাজসেবী সুব্রত রায়ের উদ্যোগে শীতকালীন চাদর বিতরণ কর্মসূচি
শীত পড়তেই কম্বল, বাচ্চাদের জন্য নামী কোম্পানির উলিকট, এবং গায়ের চাদর বিতরণ কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার কালনার বিদ্যাবাগিশ পাড়া এলাকার বাসিন্দা সমাজসেবী সুব্রত রায়ের উদ্যোগে সারা বছরই বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সাথে যুক্ত থাকেন তিনি তেমনি আজ রবিবার সন্ধ্যায় তার বিদ্যাবাগিশ পাড়া এলাকার বাড়ি থেকে প্রায় শতাধিক এর উপর মানুষকে শীতের পরনের চাদর বিতরণ করেন অসহায় দরিদ্র মানুষদের তিনি, তার সাথে কিছু খাদ্য সামগ্রী ও তুলে দেন এদিন তিনি।