বর্ধমান ১: আরামবাগ থানার গৌরহাটিতে ঘাড়ে ধানের বস্তা পড়ে এক যুবকের মৃত্যু হলো
মৃতের নাম শ্রীকান্ত দলুই(৩৫)। দিনকয়েক আগে গাড়ি থেকে ধান নামানোর সময় আচমকা তাঁর ঘাড়ে ধানের বস্তা পড়ে যায়। তাতে তিনি গুরুতর জখম হন। তাঁকে আরামবাগ হাসপাতালে ভির্ত করা হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুক্রবার দুপুর সাড়ে তিনটা নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।