বরাবাজার: বিহঙ্গ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে একটি অনুষ্ঠানে শাঁখারী গ্রামে উপস্থিত SDO ও BDO
বিহঙ্গ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত বরাবাজার ব্লকের অন্তর্গত শাঁখারী গ্রামে একটি অনুষ্ঠানে শনিবার বিকেল চারটা নাগাদ উপস্থিত হয়ে মানবাজার মহকুমা শাসক মহম্মদ মানজার হোসেন আনজুম এবং বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মন্ডল, এলাকার ডাক্তার পড়ুয়াদের উৎসাহিত এবং সম্মানিত করতে তাদের পরিবারের লোকজনের হাতে তুলে দেন মানপত্র এবং সম্মাননা, বিহঙ্গ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এদিন গান কবিতা বক্তব্য সহ এই ডাক্তার পড়ুয়াদের সম্মা