ওন্দা: বিজেপি বিধায়ক উদ্যোগে রামসাগর অঞ্চলের দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হল
Onda, Bankura | Oct 4, 2025 রামসাগর অঞ্চলের BD হাজরা বুথে বস্ত্র বিতরন করা হল।এই বস্ত্র বিতরণ কর্মসূচী টি ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা উদ্যোগেই মূলত করা হয়।এইদিন বেশকিছু দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল। বস্ত্র হাতে পেয়ে খুশি হয়েছেন ওই মানুষেরা।