ধর্মনগর: উত্তর জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমেই চিন্তার কারণ হয়ে উঠছে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনজন বিএসএফ জওয়ান
উত্তর জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমেই চিন্তার কারণ হয়ে উঠছে। ইতিমধ্যেই একাধিক বিএসএফ জওয়ান এই রোগে আক্রান্ত হয়েছেন। ধর্মনগরের বৈঠাংবাড়ি মালাকার বস্তি সীমান্ত পর্যবেক্ষণ পোস্ট থেকে ডেঙ্গু আক্রান্ত তিনজন জওয়ানকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। এছাড়াও আরও দুজন আক্রান্ত জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা রেফার করা হয়েছে। প্রায় এক মাস ধরে উত্তর জেলায় ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়।