আজ রেজিনগরে বামফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় উল্লেখযোগ্য রাজনৈতিক ছবি ধরা পড়ল। সভা চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় আড়াইশো জন নেতা-কর্মী সিপিআই(এম)-এ যোগদান করেন। জনসভা মঞ্চ থেকেই তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান সিপিআই(এম) নেতৃত্ব। এই যোগদানে রেজিনগর এলাকায় বামেদের সাংগঠনিক শক্তি আরও মজবুত হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।