জামবনি: তুলসীবনীতে কুড়মি আদিবাসী গোষ্ঠীর মানুষের উদ্যোগে জাঁতাল পুজোর আয়োজন
তুলসীবনীতে জাঁতাল পুজোর আয়োজন। শনিবার জামবনি ব্লকের তুলসীবনীতে এলাকার কুড়মি আদিবাসী গোষ্ঠীর মানুষ জনদের উদ্যোগে গরাম থানে এই পুজোর আয়োজন করা হয়। প্রাচীন রীতি অনুযায়ী ফসল কাটার সময় এই পুজো করে থাকেন কুড়মি সহ অন্যান্য আদিবাসী গোষ্ঠীর মানুষ জন। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রীতি মেনে এই জাঁতাল পুজো হয়।