ময়ূরেশ্বর ২: শোভাযাত্রার মধ্য দিয়ে একাধিক বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের আয়োজন কোটাসুরে
শোভাযাত্রার মধ্য দিয়ে একাধিক বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হল কোটাসুরে। গত ৩১ ভাদ্র হয়েছে বিশ্বকর্মা পুজো, আর সেই বিশ্বকর্মা পুজোর পর আজ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুরে একাধিক বিশ্বকর্মা প্রতিমা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে শোভা যাত্রার মধ্য দিয়ে কোটাসুর গ্রামের ভিতর দেবকুন্ডু পুকুরে নিরঞ্জনের আয়োজন করা হলো আর সেই শোভাযাত্রা দেখতে জমায়েত হয়েছেন এলাকার মানুষ। আজ রাতে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজ ক্যামেরায়।