ক্যানিং ১: ক্যানিং মাতলা বাজার ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপে মাতৃ বরণ ও সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
১০২ বছরে পদার্পণ করেছে এই পুজো। অত্যন্ত নিয়ম, নিষ্ঠা মেনে এই পুজো অনুষ্ঠিত হয়। এবারও তার অন্যথা হয়নি। এর প্রতি বছর দশমী তিথিতেই বিসর্জন হয় । আর এদিন এই পুজো মণ্ডপে ভিড় জমালেন এলাকার মহিলারা।