কৃষ্ণনগর ১: নতুন পল্লী বারোয়ারির জগদ্ধাত্রী পুজোর থিম বিপন্ন কুজন, এবছরের পূজোর বাজেট আনুমানিক 4 লক্ষ 50 হাজার টাকা
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বিশ্ব বিখ্যাত। শহর জুড়ে জগদ্ধাত্রী উৎসব উপলক্ষে সাজোসাজো রব। এবছর কৃষ্ণনগর নতুন পল্লী বারোয়ারি জগদ্ধাত্রী পূজার থিমের ভাবনা বিপন্ন কুজন। পুজোর বাজেট আনুমানিক চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। প্রতিবছরের মত এ বছরও নতুনত্ব থিমের ভাবনা পুজো উদ্যোক্তাদের।