মানবাজার ১: বাংলার শষ্য বীমার কাজ মানবাজারে এলেন পরিদর্শনে রাজ্যের স্পেশাল কমিশনার অফ এগ্রিকালচার
মানবাজার-১ নং ব্লকের বাংলা শস্য বীমা যোজনা খারিফ এর কাজ পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করলেন রাজ্যের এগ্রিকালচার ডিপার্টমেন্টের স্পেশাল কমিশনার ঋষিকেশ মুদি।মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ বলরামপুর হয়ে তিনি মানবাজারে এসে পৌঁছান। এরপর মানবাজারের বিশরী গ্রাম পঞ্চায়েতে বাংলা শস্য বীমা যোজনার শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি দেখেন মাত্র একটি পঞ্চায়েতে প্রায় আড়াই হাজারেরও বেশি ফর্ম জমা হয়েছে।