মেদিনীপুর: অতি বর্ষণে প্লাবিত মেদিনীপুরের মাহাতাপুর, ক্ষোভে রাস্তায় নেমে অবরোধ
গতকাল সোমবারের বৃষ্টির পর, আজ মঙ্গলবার লাগাতার বৃষ্টি, ভোর থেকেই নিকাশি নালার জল ঢুকতে শুরু করে আশেপাশের বহু বাড়িতে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। নোংরা জল ঘরে ঢুকে পড়ায় বাচ্চা থেকে বৃদ্ধ— সকলেই চরম দুর্ভোগের মুখে পড়েন। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই এভাবে জল জমে যায়। এদিন সকাল থেকে জল নামার কোনও ব্যবস্থা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।