বর্ধমান ১: বালি বোঝাই ১টি ট্রাক্টর বাজেয়াপ্ত সহ আরুই ক্যানেলপুর থেকে ট্রাক্টরটির চালককে গ্রেফতার করলো মাধবডিহি থানার পুলিশ
ট্রাক্টরটির চালক মহিমউদ্দিন মল্লিককে গ্রেফতার করা হয়েছে। জামালপুর থানার কৃষ্ণরামপুরে তার বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ট্রাক্টরটি আরুই-আলমপুর গ্রামের রাস্তা ধরে আলমপুরের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ আরুই ক্যানেলপুরের কাছে ট্রাক্টরটিকে আটকানোর চেষ্টা করে। গতি বাড়িয়ে ট্রাক্টর নিয়ে পালানোর চেষ্টা করে চালক। তাড়া করে পুলিশ একটি স্কুলের কাছে ট্রাক্টরটিকে আটকায়। বালির বৈধ কোনও কাগজপত্র চালক দেখাতে পারেনি বলে পুলিশের দাবি।