নানুর: দেবী পক্ষের আগমনে কীর্ণাহারে মানব দুর্গার বর্ণাঢ্য শোভাযাত্রা
Nanoor, Birbhum | Sep 21, 2025 মহালয়ায় পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা লগ্নে রবিবার সন্ধ্যায় পরোটা ড্রামাটিক ক্লাবের উদ্যোগে সমগ্ৰ কীর্ণাহার জুড়ে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা।'মানব দুর্গার' শোভাযাত্রায় ছিল দূর্গা রূপে সৃজিতা সাহা,সায়ন দাস গণেশ, লালু মেটে মহিষাসুর সহ অন্যান্যরা ও কার্তিক, সরস্বতী, লক্ষী সাজে সজ্জিত হয়েছিল।চণ্ডীপাঠের আবহে মর্ত্যে যেন অবতীর্ণ হলেন দেবী দুর্গা।এদিন পরোটা ড্রামাটিক ক্লাবের প্রাঙ্গণ থেকে শুরু করে শোভাযাত্রা টি সমগ্ৰ বাজার পরিক্রমার।