পুরুলিয়া ২: বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর পরিক্রমার মাধ্যমে ৭৯ তম রাজ মহোৎসবের সূচনা হলো পুরুলিয়ায় রাস কমিটির পক্ষ থেকে ধীবর সমিতির
বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর পরিক্রমার মাধ্যমে ৭৯ তম রাজ মহোৎসবের সূচনা হলো পুরুলিয়ায়। রাস কমিটির পক্ষ থেকে ধীবর সমিতির পরিচালনায় এবার রাস উৎসব ঘিরে বহু অনুষ্ঠানের আয়োজন রয়েছে আজকের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসমেলা থেকে বের হয়ে ফের রাসমেলা প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নিলেন শহরের বিশিষ্টজনেরা।