খড়গপুর ১: খড়্গপুর iit এর মুকুটে নতুন পালক, তৃতীয় ভারতীয় বিজ্ঞানী হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী
সমুদ্রের জৈব ভূ-রসায়ন, ট্রেস ধাতু প্রজাতিকরণ এবং জলবায়ু-সমুদ্র প্রক্রিয়ার উপর গবেষণা করেছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী। সেই ক্ষেত্রে যুগান্তকারী গবেষণার জন্য এই সম্মান দেওয়া হচ্ছে তাঁকে। তাঁর এই সাফল্য আইআইটি খড়্গপুরের ইতিহাসে অত্যন্ত গৌরবের, এমনটাই মনে করছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ।