ময়না: মহাষ্টমীর পূজো ও অঞ্জলি দিতে ভক্তরা ভিড় জমালেন পেটুয়ামোড় আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসবে
মহাষ্টমীর পুজো ও অঞ্জলি দিতে ভক্তরা ভিড় জমালেন ময়নার পেটো আমের আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব দশম তম বর্ষে এই পূজা প্যান্ডেলের থিম হল কর্নাটকের বিধানসভা। ময়না পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেরা মন্ডপ শয্যার পুরস্কার স্বীকৃতি আদায় করে নিয়েছে। এই পুজো কমিটি, যারা আজ পুজো দিতে আসছেন তাদের প্রসাদ খাওয়ানোর আয়োজন করেছে পূজো কমিটি। পূজো কমিটি পুরস্কৃত হওয়ায় ও দর্শনার্থীদের ঢল নামায় ভীষণ খুশি