পুরুলিয়া ২: আচার মিনিট পুরুলিয়া শহরের চকবাজার ষোলআনা দুর্গা প্রতিমার গহনা অলংকার পরানো হলো বৃহস্পতিবার রাতে
সমস্ত নিয়ম ও আচার মেনে বৃহস্পতিবার রাতে পুরুলিয়া শহরের চকবাজার ষোলআনা দুর্গা মন্দিরের প্রতিমার অলংকার পরানো হল। এবার এই পুজো ২২৫ তম বর্ষে পড়ল পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে আগামীকাল পুজোর উদ্বোধন