পুঞ্চা: পুঞ্চা কৃষক বাজারে ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে পুঞ্চা BDO,সভাপতি
Puncha, Purulia | Nov 12, 2025 রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যে ধান কেনার পক্রিয়া শুরু হয়ে গেছে।সেই ধান কেনার জন্য বিশেষ করে কৃষান মান্ডি গুলোতে ক্যাম্প করা হয়েছে। বুধবার বিকেল ৩ টা নাগাদ পুঞ্চা কৃষক বাজারে সেই সরকারি ধান ক্রয় কেন্দ্রে গেলেন পুঞ্চা ব্লকের বিডিও দ্বীপ চট্টোপাধ্যায়,পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস, সহকারী সভাপতি কৃপাসিন্দু বন্দ্যোপাধ্যায়,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ চরণ পাহাড়ি দাস।