গাজোল: হরিদাস সাবর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে মহানবমী দুর্গাপূজা অনুষ্ঠিত হয় ধুমধাম করে
Gazole, Maldah | Oct 1, 2025 গাজোল হরিদাস সাবর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে মহানবমী দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এদিন বুধবার বেলা বারোটা নাগাদ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে মহা নবমী দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। গাজোল হরিদাস সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে ২০২৫ এর তাদের ১৫ বছর তম বর্ষ দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আগামী দিন রয়েছে মহা বিজয়া দশমী, বিজয় দশমীতে তাদের প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সিঁদুর খেলায় মেতে উঠবেন সকলে।