শান্তিপুর: উৎসবের আবহে মানুষের সাথে জনসংযোগ বজায় রাখতে ফুলিয়ায় পূজা মণ্ডপ পরিক্রমা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতির
Santipur, Nadia | Sep 29, 2025 উৎসবের আবহে মানুষের সাথে জনসংযোগ বজায় রাখতে উদ্যোগী হলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। আর তারই অঙ্গ হিসেবে মহাসপ্তমীর সকালে ফুলিয়া এলাকার ছোট বড় বিভিন্ন পুজো মন্ডপে গিয়ে পূজা উদ্যোক্তা ও সাধারণ মানুষের সাথে কথা বললেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল।শুধু জনসংযোগ রক্ষাই নয়, বিভিন্ন মন্ডপে মন্ডপে গিয়ে কোথাও ঠাকুর কে আরতি বা কোথাও ঢাক বাজাতেও দেখা গেলো সভাপতি কে। সোমবার সভাপতি নৃপেন মন্ডল আমাদের জানান.